এম রমজান আলী মহেশখালী :

সিপাহীর পাড়া মদিনাতুল উলুম সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী সমাপনী ও জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্টান ১০ জানুয়ারী ২০১৮ইং মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা সুপার মাওলানা খাইরুল আমিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের। অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা রৌশন আলী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা, সেক্রেটারী আলহাজ্ব নুরুল হক, ডিসি প্রতিনিধি গোলাম কুদ্দুস মেম্বার, ক্যাশিয়ার মাহমুদুল করিম, সদস্য যথাক্রমে-মোহাম্মদ আবু তালেব, আব্দুল কুদ্দুস, মোক্তার আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম রমজান আলী। বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দ- মাদ্রাসা সুপার মাওলানা খাইরুল আমিন, জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ার পাশা, নুরুচ্ছফা জাহেদ, সেলিম খাঁন, তাওহিদ, রেজাউল করিম, মুনির, জাহাঙ্গীর আলম, আব্দু শুক্কুর। মো. জাহেদুল ইসলাম, মো. আলা উদ্দিন, মো. এরশাদ উল্লাহ, মো. সোহেল উদ্দিন, হাফেজ মো. সোহেল উদ্দিন ও মো. নিশাত আলম প্রমুখ। কৃতকার্য সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। তথ্য নিয়ে জানাগেছে, ইবতেদায়ী সমাপনীতে সারাদেশের শীর্ষে ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা। ২০১৭ সালে ইবতেদায়ী সমাপনীতে মোট পরীক্ষার্থী ৬৫ জন তৎমধ্যে এ প্লাস ১৬, এ ৩১, এ-১৭, বি ১ জন। সব পরীক্ষার্থী পাশ করেছে। ৮ম শ্রেণী (জেডিসি) তে মোট পরীক্ষার্থী ৩৩ জন তৎ মধ্যে এ ২৬, এ-৬ ও বি ১ জন। সব পরীক্ষার্থী পাশ করেছে। শতভাগ পাশ করে সারা বাংলাদেশে সাড়া জোগিয়েছে। যা শুধু মহেশখালীতে নয় কক্সবাজার জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। উক্ত প্রতিষ্ঠানটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী সময় থেকে মাদ্রাসার পরিচালনার কমিটির সু-যোগ্য সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরের অর্থ, শ্রম ও দক্ষ পরিচালনায়। সু-যোগ্য, সু-দক্ষ ও বিজ্ঞ আলেমেদীন বিজ্ঞ সুপার হাফেজ খাইরুল আমিনের দক্ষ পরিচালানয় এবং কঠোর পরিশ্রমের ফলে উক্ত প্রতিষ্টানটি সারা দেশে সু-নামের সহিত সবদিক দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে যার দরূন সারা মহেশখালীর মানুষ খুশিতে আতœহারা হয়ে পড়েছে প্রতিটি বাড়িতে বাড়িতে খুশির আমেজ, মিষ্টি বিতরণ হচ্ছে। সু-যোগ্য ও সু-দক্ষ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ও বিজ্ঞ সুপার মাওলানা খাইরুল আমিনের অক্লান্ত পরিশ্রমের মধ্যদিয়ে মাদ্রাসাটি সম্পূর্ন নিয়মতান্ত্রিক ও আধুনিক তথ্য প্রযুক্তিগত ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০১৫ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১০ জন ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে, ২০১৬ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১৪ জন ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে, সর্বশেষ ২০১৭ সালে সফলতার সহিত পাশ করায় সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। পরপর ৩বার এই প্রতিষ্ঠানটি জেলায় শ্রেষ্টত্ব অর্জন করেছে। ভবিষ্যতে এই সফলতা ধরে রাখার জন্য পরিচালনা কমিটির সু-যোগ্য সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ও সু-দক্ষ সুপার মাওলানা খাইরুল আমিন বিভিন্ন শিক্ষা বান্ধব পরিকল্পনা গ্রহনের অংশ বিশেষ পর্য্যাক্রমে মাদ্রাসা কামিল শ্রেণীতে উর্ত্তিন, পৃথক পৃথক ছাত্র/ছাত্রী হোষ্টেল খোলার পরিকল্পনা, ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা শ্রেণীকক্ষ করার পরিকল্পনা এবং বাংলাদেশে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্টান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।