মিছবাহ উদ্দিন, ঈদগাঁও :
চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও চান্দেঁরঘোনা অংশে ট্রাকের নিচ থেকে একব্যক্তির লাশ উদ্ধার করেছে রামু ক্রসিং থানার হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃত লাশ দোলহাজারা ওলুবইন্যা রাস্তার মাথা এলাকার তেজন্দ্র প্রকাশ তেজ ড্রাইভার বলে জানাগেছে। তবে তার পিতার নাম জানাযায়নি। গাড়িটি ইসলামপুর রিয়াদ সল্টের মালিক পাহাশিয়াখালীর কামাল কোম্পানিরর মালিকানাধীন বলে জানাগেছে।
প্রত্যেক্ষদর্শী সুত্রে জানাযায়, সকাল ৮ টার দিকে লোকজন হাঠাহাটি করার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে শুয়া অবস্থায় এক লোক দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা ৯:৩০ মিনিটের দিকে এ লাশ উদ্ধার করে। তারা আরো জানান, গাড়িটি গতকাল (০৯ জানুয়ারি) সকাল ১১ টা থেকে এই স্থানে দাঁড়ানো অবস্থায় ছিল। তবে কি কারণে দাড়িয়েছিল তা জানাযায়নি। লাশটি গায়ে বিভিন্ন অংশে ক্ষত রয়েছে, তবে কারণ যানাযায়নি।
রামু ক্রসিং হাইওয়ে থানার সহকারি অফিসার এস আই ইরান জানান, উদ্ধারকৃত লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিভাবক আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। যব্দকৃত গাড়িটি থানায় নিয়ে যাওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।