এম.জিয়াবুল হক,চকরিয়া :

চকরিয়া উপজেলার উপকুলীয় ইউনিয়ন বদরখালীতে নবপ্রতিষ্ঠিত ব্যতিক্রমধর্মী ভার্চু স্কুল অ্যান্ড কলেজে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। গতকাল সোমবার বিকালে স্কুল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি কেন্দ্রিক আবৃত্তি একাডেমির সদস্যদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালাটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, ‘ভুল উ”চারণে মাতৃভাষায় কথা বলা লজ্জাজনক। কিন্তু শিক্ষিতরাও ভুল বাংলায় কথা বলছে। শুদ্ধ উ”চারণে প্রমিত বাংলায় কথা বলা রপ্ত করতে স্কুল-কলেজে এমন কর্মশালার আয়োজন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

গতকাল বিকালে কর্মশালার উদ্বোধন করেন শিক্ষাবঞ্চিত খালকাচা ও ঠুটিয়াখালীপাড়ায় স্থাপিত নতুন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মৌলানা গোলাম শরীফ। ১০ দিনের কর্মশালায় শুদ্ধ উ”চারণ, কথন ও পঠন-পাঠন, আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনা ইত্যাদি বিষয়ে ক্লাস নেওয়া হবে। প্রতিদিন সকাল ও বিকালে দু’টি সেশন পরিচালিত হবে। কর্মশালায় ভার্চু স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অন্য আগ্রহীরাও অংশ গ্রহণের সুযোগ পাচ্ছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভার্চু স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন কাদের অদুল, শিক্ষক খ্রিশ্চিয়ান যিহিষ্কেল মন্ডল বিপ্লব ও আমীর উদ্দিন বাবু এবং ঢাবি আবৃত্তি একাডেমির সহকারি কোর্স কো-অর্ডিনেটর আব্দুর রহমান তিতুমীর। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকের পাশাপাশি অংশগ্রহণকারী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।