সংবাদ বিজ্ঞপ্তি :
দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা। এতে জাতির বিবেকরা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য-বস্তুনিষ্ট এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার উপর গুরুত্বারূপ করেন তিনি। মঙ্গলবার বিকেলে উখিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক এক মতবিনিময় সভায় জননেতা মুজিব এসব কথা বলেন।
কক্সবাজারের একটি হোটেলের রেস্টুরেন্টে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, বর্তমান সহ-সভাপতি আমানুল হক বাবুল, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান, সাবেক অর্থ সম্পাদক শফিউল ইসলাম আজাদ প্রমুখ।
উখিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার ও পৌর আওয়ামী লীগ নেতা এবি ছিদ্দিক খোকনসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।