রেজাউল করিম : ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা রোমানা নীড়। সম্প্রতি তার ‘ভালবাসি কত বুঝাবো কেমনে’ ছবিটির শুটিং শেষ হয়েছে। আসছে মার্চে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও রোমানা নীড়।

গত বছরের ১৬ নভেম্বরে ঢাকার অদুরে সাভারে অবস্থিত খল নায়ক ‘ডিপজল’-এর বাড়িতে রোমান্টিক এই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে রোমানা নীড় সিবিএন কে বলেন, “এই ছবিটির জন্য অনেকদিন অপেক্ষা করছি। যতটুকু জেনেছি চলতি বছর মার্চে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আরো দুটি সিনেমার কাজ আগামী মাসে শুরু করতে যাচ্ছি। তার মধ্যে একটার নাম হল ‘দোস্ত দুষমন’।”

গোল্ডেন ফিল্ম প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন এ কিউ খোকন। বর্তমানে ছবিটির এডিট চলছে। খুব শিঘ্রই বিলবোর্ড, পোস্টার ও ব্যানার তৈরি শুরু হবে।

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, টাইগার রবি, সাদেক বাচ্চু, রেবেকা, খালেদা আখতার কল্পনা, আসিফ ইকবাল, সাঙ্গু পাঞ্জা, শিমুল খান, আনোয়ার সিরাজী প্রমুখ।