শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

ককসবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নসহ বাজারসমূহে হুন্ডি ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। তাদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পেলেও এজাবত একজন হুন্ডি ব্যবসায়ীকেও আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। যার কারণে তাদের ব্যবসা আরো জমজমাট হয়ে উঠছে। জানা গেছে, তাদের একটি বিশাল সিন্ডিকেট ঈদগাঁওসহ প্রত্যেকটি এলাকায় হুন্ডি ব্যবসা চালিয়ে যাচেছ। অনুসন্ধানে জানা যায়, বৃহত্তর ঈদগাঁওর অর্ধ লক্ষাধিক মানুষ অবস্থান করছে সৌদিআরব, মালেশিয়া, কাতার, দুবাই, ওমানসহ বহির্বিশে^। তাদের আত্মীয়-স্বজনরা দেশে অবস্থান করার ফলে প্রতিনিয়ত উল্লেখিত দেশ থেকে প্রবাসীদের পাঠানো বৈধ বিধিবিধান থাকলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না। স্থানীয় সচেতন লোকজন জানান, হুন্ডি ব্যবসার সাথে ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, চৌফলদন্ডী, পোকখালী, ইসলামপুর এলাকার অর্ধশতাধিক হুন্ডি ব্যবসায়ী প্রকাশ্যে হুন্ডির টাকা বিতরণ করে আসছে। এমনকি কয়েকজন চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে হুন্ডি ব্যবসা পরিচালনা এবং বৈদেশিক মুদ্রা হুন্ডির মাধ্যমে লেনদেন, মানি লন্ডারিং আইন অমান্য করে ঈদগাঁওতে হাজার হাজার টাকা হুন্ডির মাধ্যমে লেনদেন করলেও সংশ্লিষ্টদের কোন নজর নেই। এখানে হুন্ডি ব্যবসায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে সরকারী ও বেসরকারী ব্যাংকের অসাধু কর্মকর্তারা। এ ব্যাপারে জানতে চাইলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে অভিযান ও আটক করা হবে।