সংবাদ বিজ্ঞপ্তি:
রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম:
প্রথম-আলী আরমান বান্না, কক্সবাজার সরকারি কলেজ, দ্বিতীয়- উম্মে নাঈমা, কক্সবাজার সরকারি কলেজ, তৃতীয়-কামাল হোছাইন, কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, চতুর্থ-আরজিনা আক্তার, ভারুয়াখালী দারুল উলুম মাদরাসা, পঞ্চম- সাদিয়া আফরিন ইস্পা, চকরিয়া ডিগ্রী কলেজ, ষষ্ঠ- মরিয়ম বেগম, ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা সপ্তম-মু. আবদুর রহমান শিবলী, বদরখালী এমএস ফাজিল মাদরাসা অষ্টম-মূর্শেদুল ইসলাম মাহের, আলমাছিয়া ফাজিল মাদরাসা নবম-আবদুর রহিম নূরী, চট্টগ্রাম কলেজ দশম- হামিদা আক্তার, তেতৈয়া তাফহিমুল কোরআন মাদরাসা।
বিজয়ীদেরকে পুরস্কার বিতরণের তারিখ, স্থান ও সময় মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
প্রয়োজনে-০১৮৬৮ ২৯২৪০৯
কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের নাম:
কক্সবাজার সদর :
১ম স্থান জিনিয়া আবেদীন, ২য় স্থান শহিদুল ইসলাম, ৩য় স্থান সাদিয়া আফরোজা সাইলা, ৪র্থ স্থান সিরাজুম মনিরা, ৫ম স্থান সাইয়েদ আব্দুল্লাহ্, ৬ষ্ট স্থান মো: মোর্শেদ আলম, ৭ম স্থান মো: জয়নুল আবেদীন, ৮ম স্থান ফারজানা আক্তার, ৯ম স্থান মো: পিয়াল হামান, ১০ম স্থান উম্মে জয়নব জেবা,
রামু উপজেলা :
১ম স্থান- মিজানুর রহমান, ২য় স্থান- তানজিনা রহমান উর্মি, ৩য় স্থান- মো: ফয়সাল সোহান, ৪র্থ স্থান- হালিমা আকতার চুমকি, ৫ম স্থান- রাফিয়া তাসনিম রাফি
চকরিয়া উপজেলা :
১ম স্থান- মো: মঈন উদ্দিন, ২য় স্থান- মো: নাসির উদ্দিন, ৩য় স্থান- মো: জুলফিকার বিন হোসাইন, ৪র্থ স্থান- মুহাম্মদ ইরাক মিয়া, ৫ম স্থান- মারফুল ইসলাম।
পেকুয়া উপজেলা :
১ম স্থান- মরিয়ম জান্নাত, ২য় স্থান- জাবের হোছাইন, ৩য় স্থান- মো: মীর মোকাররম, ৪র্থ স্থান- মো: জাহেদ হোছাইন।
মহেশখালী উপজেলা :
১ম স্থান- মো: আব্দুল্লাহিল কাফি, ২য় স্থান- মো: আজমির, ৩য় স্থান- আব্দুল হামিদ, ৪র্থ স্থান- আবু বক্কর ছিদ্দিক রাইহান, ৫ম স্থান- সরিফা ইবনে জহির।
উখিয়া উপজেলা :
১ম স্থান- আনোয়ারুল ইসলাম, ২য়- সাদিকুল ইসলাম আদিল, ৩য় স্থান- শহিদুল মোস্তফা, ৪র্থ স্থান- জি এম রহিম উল্লাহ্, ৫ম স্থান- ফারজানা খাইরুল জয়নাব।
টেকনাফ উপজেলা :
আশরাফ উল্লাহ তানভী।
বিজয়ীদেরকে পুরস্কার বিতরণের তারিখ, স্থান ও সময় মোবাইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
প্রয়োজনে-০১৮৩৮ ৩৪৭০১০
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।