সেলিম উদ্দিন ঈদগাঁও, কক্সবাজার :
ঘুমের ঘুরে ওষুধ ভেবে কীটনাশক (বিষ) পান করে ৪ সন্তানের জননী খালেদা বেগম (৩৭) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি শিয়াপাড়ার মোকতার আহমদের স্ত্রী। তার ৪ সন্তান রয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
খালেদা বেগমের পুত্র রিদুয়ান জানান, তার মা মানষিক ভাবে অসুস্থ। রবিবার গভীর রাতে জ্বর বেড়ে গেলে ঘুমের ঘুরে ওষুধ মনে করে চাষাবাদের জন্য রাখা কিটনাশক বিষ পান করে। একপর্যায়ে তার অশান্তি বেড়ে সোমবার সকালে ঈদগাঁওস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা পরিবর্তন না হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকাল সাড়ে ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মৃতদেহ সদর হাসপাতালে রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।