সেলিম উদ্দিন, ঈদগাঁও : চকরিয়া উপজেলার খুটাখালীতে পৃথক দূর্ঘটনায় স্কুল ছাত্র, মোটর সাইকেল চালক ও নারীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৬ জানুয়ারী (শনিবার) কিশলয় স্কুল গেইট ও নয়া পাড়া সবুজ পাহাড় টার্নিয়ে ঘটে এ দূর্ঘটনা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালুমঘাট হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি জদ্ধ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুরে কিশলয় স্কুল গেইটে দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় স্কুলের ছাত্র, মোটর সাইকেল চালক ও আরোহী নারীসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। তাদের মধ্যে ১টি শিশুও রয়েছে। কিশলয়ের অষ্টম শ্রেনীর ছাত্র আরমানুল ইসলাম জুনাইদ স্কুল ছুটি শেষে রাস্তা পারাপার হতে গিয়ে চকরিয়ামুখী দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে মাথা মুখ ও হাতে-পায়ে মারাতœক জখম হয়। এসময় মোটর সাইকেল চালক ও আরোহী নারী ও তার কন্যা শিশুও গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ মোটর সাইকেলটি জব্ধ করেছে। অপরদিকে একইদিন বিকেলে ইউনিয়নের নয়া পাড়া সবুজ পাহাড় পয়েন্টে চট্রগ্রামগামী মাইক্রোবাসের ধাক্কায় নারী পথচারী আহত হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় বিস্তারিত পাওয়া যায়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।