প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে সংস্কৃতি বান্ধব সমাজ গড়ার পাশাপাশি শুদ্ধ সংস্কৃতি চর্চার লক্ষ্যে অনুষ্টিত হলো সংস্কৃতি কর্মীদের মিলনমেলা।

শনিবার বেলা ১২ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন সর্বস্থরের সংস্কৃতি কর্মী।

উপস্থিত সংস্কৃতি কর্মীদের যৌথ কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়। জাতীয় সংগীতের পরপরেই সত্যপ্রিয় চৌং দোলনের সভাপতিত্বে ও নজিবুল ইসলামের সঞ্চালনায় আসন্ন ২০ শে জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী কক্সবাজারের নির্বাচনে বকুল-স্বপন পরিষদের প্রার্থীদের মূর্হম্র্হূ করতালির মধ্যে দিয়ে একে একে পরিচয় করে দেওয়া হয়।

এই সময় ভোটারদের উদ্দ্যেশ্য প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পি জসীম উদ্দীন বকুল,গন-সংগীত শিল্পি কল্যান পাল, নাট্য নির্দেশক স্বপন ভট্রাচার্য্য, নাট্যকর্মী সুশান্ত কুমার পাল, নাট্য সংগঠক খোরশেদ আলম,কবি আসিফ নূর চৌধুরী,শিল্পি মানসী বড়ুয়া,খেলাঘর সংগঠক এম.জসীম উদ্দীন,খেলাঘর সংগঠক মোঃ রিদুয়ান আলী,নাট্যকর্মী রিয়াজুল করিম বিবন।

বকুল-স্বপন পরিষদের সকল প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার আহবান জানিয়ে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক রায়হান উদ্দীন,নাট্যজন এডঃ তাপস রক্ষিত, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল।পৌর কাউন্সিলর রাজবিহারী দাশ,অধ্যাপক বিপ্লব পাল,এডঃ প্রতিভা দাশ,খেলাঘর সংগঠক নাজিম উদ্দীন,সাংস্কৃতিক সংগঠক গিয়াস উদ্দীন,শিক্ষক মসরুজ্জামান,শিক্ষক রেজাউল করিম, নিরুপম পাল,এডঃ শাহাদাত হোসাইন,অধ্যাপিকা রোমেনা আক্তার, অধ্যাপিকা মেঘলা চৌং,শিক্ষিকা বনানী চক্রবর্তী।

সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাল খেলাঘরের আব্দুল মতিন আজাদ,সংগীত ভবনের বিভাস সেনগুপ্ত,সংগীতায়তনের বিশ্বজিৎ ধর লালন,সৈকত খেলাঘর আসরের উৎপলা বড়ুয়া,কমবা’র ফরমান রেজা, বেলাভূমি খেলাঘরের এবি সিদ্দিক খোকন,উদীচীর দীলিপ দাশ,গনমুখের আবু সুফিয়ান রুমী,শব্দায়নের মিনহাজ চৌং,শ্রুতি আবৃত্তি অঙ্গনের ছোটন দাশ,উদীচী রামু শাখার তাপস মকি কবি নিলয় রফিক, থিয়েটার আর্টের ওয়াহিদ মুরাদ সুমন, সৃজন সংগীত ভূবনের প্রিয়া দত্ত, কক্সবাজার শিল্পি গোষ্ঠির এসকে বোরহান, উদীচী সরকারি কলেজ শাখার রুবেল ধর প্রমুখ।

এছাড়াও দেবাশীষ দাশ, সুমি দাশ, গিয়াস উদ্দীন মকুল, সৌরভ দেব, শহীদুল্লাহ শহীদ, শাহনেওয়াজ মজুমদার চুমকী,বোরহান মাহমুদ, সিমুন চক্রবর্তী, জাহেদুল হক সুমন, ইরশাদ মিশু, অদিতি বড়ুয়া, দীপক বড়ুয়া সহ প্রায় দু-শতাধিক নাট্যকর্মী উপস্থিত ছিলেন।