মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীসহ ৪ জন আহত হয়েছে। ৬ জানুয়ারী শনিবার বিকাল চারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার বিকালে চট্টগ্রামগামী (চট্টমেট্রো-ট-১১-১০৮৯) একটি ট্রাক হাসমতের দোকান এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে পার্কিংয়ে থাকা দু’টি রিকশাকে সঁজোরে ধাক্কা দেয়। এতে পথচারী নুরুল কবির (৫৫), রিকশা চালক আবুল বশর (৫০), ছিদ্দিক আহমদ (৪৮) ও শামসুল ইসলাম (৫০) আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে নুরুল কবিরের দু’পা তেঁতলে যাওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার দায়িত্বর অফিসার এসআই আব্দুল মোতালেব বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পতিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।