মোঃ গোলাম মোস্তফা ( দুঃখু ) :
জীবন বদলে দাও যুক্তিসম্মত শিক্ষার মাধ্যমে, সমাজে নিজেকে আলাদা ভাবে তৈরী করতে চাইলে সবার আগে প্রয়োজন জানার আগ্রহ, আর এই আগ্রহ কে বাড়িয়ে দিতে প্রয়োজন “বিতর্ক “।
বন্দরনগরী চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে পিসিডিএফ ( পোর্ট সিটি বিতর্ক ফোরাম) এই ফোরামে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সদস্য হতে পারে এবং শিক্ষার্থীরা নিয়মিত বিতর্ক চর্চা করে যাচ্ছে । সিনিয়র বিতার্কিকরা জুনিয়রদের কে অনেক সহযোগিতা করে থাকে সবসময়, এছাড়াও রয়েছে পিসিডিএফ ১৩জন শিক্ষকদের নিয়ে মডারেটর টিম,
পিসিডিএফ এর কো-অর্ডিনেটর কক্সবাজার নিউজ এর কাছে ২০১৮ সালে পরিকল্পনা তুলে ধরেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন এবং বিভাগীয় আন্তঃ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে পিসিডিএফ এর পক্ষ থেকে, তিনি আরো বলেন সিনিয়র জুনিয়র বিতার্কিকদের জন্য থাকবে কর্মশালা ও বিসিএস এর আদলে কুইজ প্রতিযোগিতা।
সিনিয়র বিতার্কিক ইয়াসির সিলমী বলেন
আমরা বিতর্ককে শুধুমাত্র প্রতিযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে দেখি না। আমরা এমনভাবে বিতর্ক চর্চা করতে চাই, যাতে ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ এবং আলোকিত মানুষ হয়ে দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে অংশ হতে পারি। সে লক্ষ্য অর্জনে নিবেদিত প্রাণ বিতার্কিকদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
বিতার্কিক আসাদ উজ জামান,মনির, সোহেল, ফাহিম আল সামাদ, আক্তার, মিজানুল হক,সবুজ, নীল, শারমিন তাদের সাথে কথা বলে জানা যায় বিতর্ক করার পর থেকে তাদের সকল সেমিষ্টারের রেজাল্ট নিয়মিত ভালো হচ্ছে, সকল বিতার্কিকরা একমত হন যে যুক্তির মাধ্যমে সকল সমস্যা সমাধান করা যায়।
পিসিডিএফ এর কো-অর্ডিনেটর ২০১৭ সালের সম্পাদিত বিতর্ক কার্যক্রম বিষয় গুলো নিয়ে, কক্সবাজার নিউজের সাথে কথা বলেন।
* ফ্রাঞ্চাইজি ডিবেট টুর্নামেন্ট ডিপিএল এ পোর্ট সিটির (পিসিডিএফ) একজনের অভিষেক ( ইয়াসির সিলমী ) অংশগ্রহণ এবং দলগতভাবে রানার্স আপ শিরোপা ।
* চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) পরিবেশ দিবস ন্যাশনাল ডিবেট কনটেস্ট এ অংশগ্রহণ।
* প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত ন্যাশনাল ডিবেট টুর্নামেন্ট এ অংশগ্রহণ।
* রবি-দৃষ্টি ন্যাশনাল ডিবেট কনটেস্টে অংশগ্রহণ (২ টি দল)।
* নিলস আয়োজিত ন্যাশনাল লিগ্যাল ডিবেট এ অংশগ্রহণ।
* সাউদার্ন ইউনিভার্সিটি আয়োজিত ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ডিবেট এ অংশগ্রহণ।
* আইডিএফ-পিইউডিএস ডিবেট কনটেস্ট এ অংশগ্রহণ (২ টি দল),
সেখানে বারোয়ারি এবং কুইজে ৩ টি পুরস্কার লাভ।
* টেলিভিশন (সিটিভি) বিতর্কে ৩ বার অংশগ্রহণ,
সেখানে দলীয় বিতর্কে সেরা বিতার্কিক এবং বারোয়ারিতে ২য় স্থান লাভ।
* গ্রিন ইউনিভার্সিটি আয়োজিত ন্যাশনাল ডিবেট কনটেস্ট এ অংশগ্রহণ।
* পিসিডিএফ এর কো-অর্ডিনেটর (রকি স্যার) সিটিভি বিতর্কে আমন্ত্রিত হয়ে বিচারকার্য পরিচালনা।
* পোর্ট সিটিতে ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট ও সিভি কনটেস্ট আয়োজন।
* স্প্রিং সেশন এ বারোয়ারি আয়োজন।
* ল এবং টেক্সটাইল ডিপার্টমেন্টকে ইন্ট্রা ডিপার্টমেন্ট ডিবেট কনটেস্ট আয়োজনে সহযোগিতা।
* ইউএসটিসি এবং আই আই ইউ সি কে নিয়ে পোর্ট সিটি ক্যাম্পাসে ফ্রেন্ডশিপ ডিবেট আয়োজন
* প্রথমবারের মত বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর মিটিংয়ে অংশগ্রহণ।
* ১৩ জন ফ্যাকাল্টি মেম্বার মডারেটর এর দায়িত্ব গ্রহণ।
* পিসিডিএফ এর ৬ টি সাব টিম ঘোষণার মাধ্যমে বিতার্কিকদের মাঝে বিভিন্ন দায়িত্ব বণ্টন।
* বিজয় দিবস বারোয়ারি বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা আয়োজন।
* পিসিডিএফ এর রেগুলার মিটিং ও ডিবেট সেশন (প্রায় ৩০ সপ্তাহ)।
উল্লেখ্য ২০১৮ সালে পিসিডিএফ এর প্রথম মিটিং অনুষ্ঠিত হয় জানুয়ারির ৪ তারিখ, উপস্থিত ছিলেন পিসিডিএফ এর কো-অর্ডিনেটর মেহেদী হাসান রকি, টেক্সটাইল বিভাগের লেকচারার মো: নাযিফ হাসান চৌধুরী এবং সিনিয়র ও জুনিয়র বিতার্কিকগণ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।