এম আবুহেনা সাগর ,ঈদগাঁও :

জেলা সদরের অন্যতম বাণিজ্যিক নগরী ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বের ভূমি অফিস থেকে বঙ্কিম বাজার পর্যন্ত সড়ক আর আলমাছিয়া মাদ্রাসা সড়কটি যেন বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। প্রায়শ ঐসব স্থানগুলোতে ছোটখাট দূর্ঘটনা ঘটছে। তাই বেহাল হওয়া দুই সড়ক সংস্কারের দাবী জানিয়েছেন সর্বস্তরের মানুষজন। দেখা যায়, বিগত বছর কয়েক দফায় ঈদগাঁও বাজারের ডিসি সড়ক ভূমি অফিস ও চৌফলদন্ডী সড়ক বঙ্কিম বাজার পর্যন্ত এসেই সড়ক সংস্কারের কাজগুলো থেমে যায়। ফলে সওদাগর পাড়ার রাস্তার মাথা ও বঙ্কিম বাজার এলাকাটি মানুষের মরণ ফাঁদে পরিনত হয়ে রয়েছে দীর্ঘকাল ধরে । বিশেষ করে সওদাগর পাড়ার রাস্তার মাথাটি জন ও যানবাহন চলাচলের ঝুঁকিতে পরিণত হয়েছে। নানা সময়ে কোন না কোন যানবাহন উল্টে আহতের দৃশ্য চোখে পড়ে। এদিকে ককসবাজারে সিংহভাগ আয়ের উৎস সরকারের কোষাগারে জমা হচ্ছে বৃহত্তর ঈদগাঁও থেকে। ঈদগাঁওর কৃতি সন্তানরা জেলার সর্বোচ্চ স্থানে আসীন হওয়া ব্যাক্তিদের সুদৃষ্টি না থাকায় বাজারের প্রধান সড়কের প্রবেশ পথের এহেন অবস্থা বলে জানান অসংখ্য পথচারী। বৃষ্টি হলে তো আর কথায় নেই। চলাচলে দূর্ভোগ যেন পিছু ছাড়েনা। বর্তমানে বৃহত্তর ঈদগাঁওর অধিকাংশ মানুষজন এ লক্ষর -ঝক্ষর মার্কা সড়ক পেরিয়ে নানা কাজেকর্মে বাজারমুখী হচ্ছে। তড়িৎ গতিতে এ বেহাল দশায় পতিত হওয়া সড়কটি চলাচল উপযোগী করে তোলার দাবী সর্বস্তরের লোকজনের। ঈদগাঁওবাসী এ দাবীটি পূরণ করতে জেলার উদ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। জেলা সদরের বানিজ্যিক উপ শহর ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বস্থ সড়কটি দিয়ে ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী, খুরুষ্কুলসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলের হাজার হাজার লোকজন প্রতিনিয়ত চলাচল করে থাকে। অপরদিকে বিকল্প সড়ক তথা আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিতেও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সেটিও মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে । ছাত্রছাত্রীরা ময়লা-আবর্জনাযুক্ত পানি পেরিয়ে দৈনিক তাদের প্রিয় শিক্ষাঙ্গনমুখী হতে দেখা যাচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পরনের ড্রেস বা কাপড়গুলি নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিন ঘুরে দেখা যায়,ঈদগাঁও বাজারের দক্ষিন পাশের অকেজো সড়ক আর আলমাছিয়া মাদ্রাসা সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য বললেই চলে। কোন বিবেকবান বা সুস্থ মানুষ একবার এসব রাস্তা দিয়ে কোনভাবেই যাতায়াত করলে দ্বিতীয়বার সে আর আসবেনা। এমন অবস্থায় পতিত হয়ে পড়েছে। তাই দ্রুত সময়ে এই দুই গুরুত্ববহ সড়ক সংস্কারের দাবী জানান পথচারী – শিক্ষার্থী – যাত্রীসহ সাধারন লোকজন।