ইমাম খাইর, সিবিএন:
রাখাইনে গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নির্যাতনের যে ঘটনা ঘটেছে তার একটি প্রতিবেদন নিজেদের সদর দপ্তরে পেশ করবে বলে জানিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি’র ১৩ সদস্যের প্রতিনিধিদল।
আন্তর্জাতিক এই ইসলামিক সংস্থার প্রতিনিধিরা গত দুইদিন ধরে কক্সবাজারে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে শুক্রবার (৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২ এলাকায় সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় ‘ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি ‘আইপিএইচআরসি’ চেয়ারপার্সন ড.রশিদ আল বালুসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দুইদিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি। নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেছি। এতে আমরা যতটুকু জেনেছি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই আমরা ‘ওআইসি’র কাছে প্রতিবেদন পেশ করবো’।
প্রতিনিধিদলে ছিলেন- ওআইসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিতে আবদুল¬াহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল¬াহ কাবি ও মোহাম্মদ গালাবা সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক ইস্যুতে কক্সবাজার পৌছেন ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।ওইদিন দুপুরে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দল। সভায় কক্সবাজার জেলাশাসক মো: আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি’র প্রতিনিধিদল রোহিঙ্গাদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
রাখাইনে গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নির্যাতনের প্রতিবেদন পেশ করবে ওআইসি প্রতিনিধিরা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।