ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরে মোটর সাইকেলে করে পাচারকালে দশ হাজার ইয়াবা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ জানুয়ারী) রাত ৯টার দিকে অভিযানটি চালানো হয়।
আটকরা হলেন- টেকনাফ মধ্যম হ্নীলা ঝিমখালীর মৃত বজল করিমের ছেলে জয়নাল আবেদীন (৩৫) এবং একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে নুরুল কাদের (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালযের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, একটি পালসার মোটর সাইকেলে করে বিক্রির জন্য ইয়াবা নেয়া হচ্ছে সংবাদে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ১০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়। সাথে একটি মোটর সাইকেলও জব্ধ করা হয়।
তিনি জানান, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো পাচারের জন্য নিচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিদর্শক শেখ আবুল কাসেম, সিপাই আব্দুল্লা আল মামুন, জ্ঞান দত্ত চাকমা ও আনসার সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।