মিজবাউল হক, চকরিয়া:
চকরিয়ায় ১৮হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ আটক করা হয়। জব্দকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। ৪জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-যশোর জেলার কোতোয়ালী থানা এলাকার হিরু মোল্লার ছেলে মো.সবুজ মোল্লা (৩৪) ও সাতক্ষীরার কলারোয়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো.হোসেন (৩১)।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি নুরে আলম বলেন, একটি পিকআপে করে বিপুল পরিমান ইয়াবা চালান নিয়ে ঢাকা যাচ্ছে এমন সংবাদ পেয়ে সকালে একদল পুলিশ নিয়ে মহাসড়কের বানিয়াছড়া এলাকায় চেকপোস্ট বসাই। এসময় কক্সবাজার থেকে একটি পিকআপ গাড়িটি বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পৌছলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির নিচ থেকে পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করি। প্যাকেট খুলে দেখা যায় সেখানে ১৮ হাজার পিস ইয়াবা রয়েছে। যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।