শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের ডিসি সড়কে অবৈধ খাস জমির উপর নির্মিত পূর্বানী হোটেল এন্ড রেস্টুরেন্টের তেহেরী খেয়ে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ও হোস্টেলে অবস্থানরত অর্ধ শতাধিক ছাত্র গুরুতর অসুস্থ হওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে হোটেলটি সিলগালা করে দেওয়ার পরপরই মালিক বাবু উত্তম রায় পুলক হোটেলটি পুনরায় চালু করতে কালো টাকার মিশন নিয়ে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে। তথাকথিত মেয়াদোত্তীর্ণ বাজার কমিটির কতিপয় নেতাকে বশ করে তার পক্ষে সাফাই গাইতে বিভিন্ন দপ্তরে তদবির করতে দেখা গেছে। ৩ জানুয়ারী এসএসসি পরীক্ষার্থী মোর্শেদ নামে অপর এক শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়েছে সহকর্মীরা।
বাজারের সওদাপতিরা জানান, হোটেল পূর্বানী খুলে দেওয়া হলে ঈদগাঁওবাসীর সাথে তামাশা ছাড়া কিছুই থাকবে না। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সংঘটিত চাঞ্চল্যকর এ ঘটনাটি সুষ্ঠু ও তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান। এদিকে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজী নববর্ষ (থার্টি ফাস্ট নাইট) পালন সম্পূর্ণ বেআইনী বলে জানান, সচেতন লোকজন। হোটেল মালিকের বক্তব্য অনুযায়ী সন্ধ্যায় গরম গরম তেহেরী পার্সেল হলেও খাওয়া হয়েছে রাত ২টার দিকে। তবে খাওয়ার পর অন্য কোন কিছু পান করেছে কিনা খতিয়ে দেখার অনুরোধ জানান মালিক। ঘটনার পরপরই মালিক উত্তম রায় পুলক ঘটনাটি ধামাচাপা দেওয়ার তদবির চালাচ্ছিল। অবশেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে দ্রুত হোটেলটি সিলগালা করে দিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠণের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন। এদিকে হোটেল মালিক সারাদিন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ধরণা দিচ্ছে বলে বিশ^স্থ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে হোস্টেলের ছাত্ররা ক্ষুদ্র আয়োজন করে। এ আয়োজনে প্রত্যেক ছাত্রদের জন্য একটি করে সর্বমোট ৬৫টি বিরানীর প্যাকেট উক্ত হোটেলে অর্ডার দেয়। এদিন তারা আনন্দপূর্তি করে পরদিন সবাই একেক করে অসুস্থতা বোধ করলে ডাক্তারের শরণাপন্ন হয়। কিছুক্ষণ পরপরই অর্ধশতাধিক ছাত্রকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পাশর্^বর্তী ডায়াবেটিস কেয়ার এন্ড হাসপাতালে ভর্তি করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।