আবদুল মজিদ, চকরিয়া:
ইসলাম ধর্মের গুণাগান, দুনিয়া, আখেরাত, দোযখ, বেহেস্ত ও মানুষের সঠিক মূল্যবোধ, মানবতা ইত্যাদি সংক্রান্ত জেনে ইসলামের প্রতি আকৃষ্ট ও অনুরক্ত হয়ে এফিডেভিট মূলে ও ধর্মীয় আলেমের হাতে পবিত্র পাঁচ কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাবুল দাশ (১৮)। ইসলাম ধর্মে তার বর্তমান নাম রেখেছেন মোহাম্মদ রাশেদ। তার পিতা চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের চিরিংগা হিন্দুপাড়া গ্রামের শ্যামা চরণ দাশ ও মাতা লক্ষি দাশ। চলতি সনের ১ জানুয়ারী নোটারী পাবলিকের কার্যালয়,কক্সবাজার-এ উপস্থিত হয়ে এফিডেভিট নং ০৪/১৮মূলে পূর্বের ধর্ম ও নাম ত্যাগ করে ধর্মের প্রতি বিশ^াস স্থাপন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এফিডেভিটে মোহাম্মদ রাশেদ (বাবুল দাশ) উল্লেখ করেন, সে একজন প্রাপ্ত বয়স্ক একজন সাবালক, সচেতন, বিবেকবান, রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসেবে স্বেচ্ছায়,স্বজ্ঞানে,কাহারো বিনা পরোচনায় সনাতন ধর্ম পরিত্যাগ পূর্বক পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামি শরিয়ত মোতাবেক জীবন পরিচালনায় কাহারো কোন ধরণের আপত্তি কিংবা বাধা থাকিবেনা এবং তা সর্বাদালতে গ্রহণযোগ্য ও বিবেচিত হইবে। পবিত্র ইসলাম ধর্ম গ্রহণকারী মোহাম্মদ রাশেদ তার আগামীর সুন্দর জীবন প্রতিষ্ঠায় সকলের দোয়া কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।