প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার শহরের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আলহাজ্ব মোজ্জাফ্ফার আহাম্মেদ (দুলামিয়া )-চেমন আরা বেগম ট্রাষ্ট ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৮’।
আগামী ১২ জানুয়ারী কক্সবাজার শহরের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উদ্বোধন হবে অনুষ্ঠিতব্য এ টুর্ণামেন্টের। উন্মুক্ত পর্যায়ে দলীয় ও এককভাবে অংশগ্রহণে ইচ্ছুক যে কেউ এতে নাম জমা দিতে পারবেন।
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরেরর টেকপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ও সংগঠনকে বুধবার থেকে ১০ জানুয়ারী পর্যন্ত নাম জমা নেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। একক ও দলীয় পর্যায়ে যে কেউ এতে অংশ নিতে পারবেন।
আগ্রহীরা কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ ভোলা বাবুর পেট্টোল পাম্প সংলগ্ন চৌরঙ্গী বেকারী, বার্মিজ মার্কেট সংলগ্ন পিজা প্যালেস এবং কলাতলীর হোটেল-মোটেল জোনের সী-ইন পয়েন্ট সংলগ্ন সুইচ্স কনফেকশনারীতে নাম জমা দিতে পারবেন।
এতে অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে একক পর্যায়ে ৩০০ টাকা এবং দলীয় পর্যায়ে ৫০০ টাকা।
‘আলহাজ্ব মোজ্জাফ্ফার আহাম্মেদ ( দুলামিয়া )-চেমন আরা বেগম ট্রাষ্ট ফাউন্ডেশন’ এর সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহাম্মেদ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া সভায় অংশগ্রহণ করেন টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক কক্সবাজার বাণীর সম্পাদক ফরিদুল আলম শাহীন, দৈনিক আজকের কক্সবাজারের ব্যবস্থাপনা পরিচালক হাসান মেহেদী রহমান।
সভায় টুর্ণামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন ও ক্রীড়ামোদীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন আয়োজক কমিটি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।