জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার কাজীর পুকুর পূর্ব পাড়ে প্রতিষ্ঠিত রওজাতুল কুরআন ইন্টারন্যাশনার হিফজ মাদ্রাসার বার্ষিক দস্তাবন্ধী অনুষ্ঠান মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে সম্পন্ন হয়। এসময় ১৪ হাফেজে কুরআনকে দস্তারবন্ধী করা হয়। সাতকানিয়া গারাঙ্গিয়া দরবার শরীফের খলিফা আলহাজ¦ হাফেজ মাওলানা আবদুল মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মকবুল হজ¦ কাফেলার পরিচালক হাফেজ মাওলানা আবদুচ ছবুর হেলালী, মাওলানা ফৌজুল কবির, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মোস্তাক আহমদ ও মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ তামিমুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন হিফজ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। অতিথিবৃন্দ ১৪ জন হাফেজে কোরআনকে দস্তারবন্ধি করে পাপড়ী পড়িয়ে দেন। দস্তারবন্ধী হাফেরেজ কুরআন শিক্ষার্থীরা হলেন, মোহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ আবরার, মুহাম্মদ ইয়াছিন মুহাম্মদ, মুহাম্মদ ইমরান মক্কি, সোহান, আফিপ, ফরহাদ, ত্বকি, তাওফিকুল ইসলাম, আসিফ, সাজ্জাদুল ইসলাম, আরমান, শরিফুল ইসলাম ও মুহাম্মদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো: ইলিয়াস, নাছির উদ্দিন, সাংবাদিক জাহেদুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: হাকিম, হাফেজ মো: এনাম, হাফেজ মো: আবদুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দস্তারবন্ধী হাফেজে কুরআনকে সহী ভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়। সহী কুরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ দ্বারা ৩০ পারা কুরআন মুখস্থ করানো হয়। ৩০ পারা কুরআন মুখস্থ হওয়ার পর দস্তারবন্ধি করা হয়। দস্তারবন্ধী শেষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।