ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সদরের বৃহত্তর বাণিজ্যিক এলাকা ঈদগাঁও প্রাচীন খাবারের দোকান ‘পুবানি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
খাবারে বিষক্রিয়া পাওয়ার অভিযোগে মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে কক্সবাজার সদরের নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ সিদ্ধান্ত দেয়।
অভিযানের খবরে পুবানি হোটেলের মালিক পুলক বাবু পালিয়ে গেছে।
ইউএনও মো. নোমান হোসেন প্রিন্স জানান, পুবানি হোটেলের খাবার খেয়ে প্রায় ২৫ ছাত্র অসুস্থ হয়েছে। এ অভিযোগে হোটেলটি সীলগালা করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হোটেল বন্ধ থাকবে।
তিনি জানান, এ ঘটনায় পুরো ঈদগাঁওবাসী উত্তেজিত। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর (থার্টি ফার্স্ট নাইট) রাতে পুবানি হোটেলের বিরিয়ানি খেয়ে ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাসের ২৫ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে।তারা এখনো স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন।
ছবি: শাহিদ মোস্তফা, ঈদগাঁও
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।