সোয়েব সাঈদ, রামু:
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, বিনামূল্যে ৩৫ কোটি বই বিতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বরেকর্ড গড়েছেন। শিক্ষার জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলেই প্রতিবছর এভাবে বিনামূল্যে বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সম্ভব হচ্ছে। কেবল বই বিতরণ নয়, আওয়ামীলীগ সরকার শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি অবহেলিত জনসাধারণকে শিক্ষার আওতায় নিয়ে এসেছে। অচিরেই বাঙ্গালী জাতি নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাবে।
সাংসদ কমল সোমবার (১ জানুয়ারি) কক্সবাজার খুরুশকুল এবং ঈদগাওতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বসিত হয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।
সাংসদ সাইমুম সরওয়ার কমল সকাল থেকে বিকাল পর্যন্ত এসব এলাকার দক্ষিণ খুরুশ্কুল উচ্চ বিদ্যালয়, খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুরুশকুল উচ্চ বিদ্যালয়, চৌফলদন্ডী সাগরমনি উচ্চ বিদ্যালয়, পশ্চিম চৌফলদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয়, ঈদগাহ মডেল হাই স্কুল, ঈদগাহ কেজি স্কুলে বই বিতরণ উৎসবে যোগদান করেন।
এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দীন, সদর উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আহমদ চৌধুরী, খুরুশকুল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল রাশেদ, ঈদগাহ ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম প্রমূখ।
এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমপি আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল রাতে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পালপাড়া হিন্দু মন্দির এবং কক্সবাজার শহরের শংকরমঠ মিশনের ধর্মীয় সভায় যোগদান করে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।