শাহেদ মিজান, সিবিএন:
সৈকতে পর্যটকদের কাছ থেকে নীল রঙের ফ্রি চেয়ার থেকে টাকা আদায়কালে তিন চেয়ার ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন। একই সাথে সৈকত থেকে ফ্রি চেয়ার সরিয়ে ফেলায় ১০টি ছাতাসহ চেয়ার জব্দ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জয় আরো জানান, ফ্রি চেয়ার থেকে টাকা নেয়ার দায়ে এবং সৈকত থেকে ফ্রি চেয়ার সরিয়ে ফেলার অপরাধে তিনজন চেয়ার ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ রহিম, সাইদুল করিম ও শাহ আলম। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও অসাধু চেয়ার ব্যবসায়ীদের ১০টি চেয়ার জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, পর্যটক হয়রানি রোধে ২০১৬ সালের ডিসেম্বর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে চেয়ার ও ছাতার অর্থেক নীল রঙ দিয়ে ফ্রি করে দেয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সৈকতের একটি অসাধু চেয়ার ব্যবসায়ী সিন্ডিকেট ফ্রি চেয়ার থেকেও টাকা আদায় করে আসছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।