কায়সার হামিদ মানিক,উখিয়া:
উখিয়ার কোটবাজারে টমটম চালক রুহুল আমিন সহ অপরাপর দুর্বৃত্তের হামলা,মারধর,লুটপাট ও ছুরিকাঘাতে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইরফান(২২) ও ছাত্রলীগ নেতা বেলাল আহামদ (২৩)সহ ২জন আহত হয়েছে। আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া ছাত্রলীগের পক্ষ থেকে উখিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আহত ছাত্রলীগ নেতা ইরফান জানান, তারা ব্যাংকিং কাজে সিএনজি যোগে কোটবাজার ইসলামী ব্যাংকে যাওয়ার পথে ষ্টেশন বিপরীত দিক থেকে আসা একটি টমটম গাড়ী সিএনজিকে ধাক্কা দিলে ঘটনা সুত্রপাত হয়। এসময় ১০/১২জন টমটম চালক তাদের উপর হামলা চালিয়ে মোবাইল, নগদ টাকা ও ব্যাংকিং কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম উত্তেজনা। জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার মোঃ আবুল খায়ের জানান, অবিলম্বে ঘটনা তদন্ত করে টমটম গাড়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতাসহ আহত-২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।