হেলাল উদ্দিন, টেকনাফ :
জাতীয় বই উৎসবে বিনামূল্যে বই পেয়ে উল্লাসিত হয়ে উঠল হ্নীলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গনে স্কুল প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনীতিবিদ মাহাবুব মোরশেদ।এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, বেলাল উদ্দিন, স্কুল শিক্ষক মৌলভী আবুল হোসেন ফেরদৌসী,শ্বেতলাল চন্দ্র দাশ,কামাল আহমদ,কায়সার হেলাল,নুরুল হোছাইন ভুট্টো,মনোয়ার হোসেন, শাহ আজিজ, নুশরাত ফাতেমা, মাঈন উদ্দিন মিল্কী, আব্দু রাজ্জাক, নাছির কামাল, প্রবাল শর্মা, সাহিদুর রহমান,
দেলোয়ার হোসেন মনজুর, আজিজা আক্তার প্রমূখ। বই বিতরণ উৎসব উদ্বোধনের পর স্কুলে প্রায় দেড় হাজার শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বই বিতরণ শুরু হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাওয়ার পর নেচে গেয়ে উল্লাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।এছাড়া স্কুল আঙ্গিনা জুড়ে আনন্দের জোয়ার বইছে। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে কাজ করছে। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও সরকারের প্রচেষ্টায় আমাদের সন্তানেরা শিক্ষার দিক থেকে মোটেও দরিদ্র নয়।