সংবাদ বিজ্ঞপ্তিঃ
পিএসএসি পরীক্ষায় কক্সবাজার পৌরসভার ডি-ওয়ার্ড় সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে একেএম সুজায়াত কামাল আদিল।
সে রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার বাসিন্দা ওমান প্রবাসী একেএম সরওয়ার কামাল ও চাঁদ সুলতানা মতির প্রথম পুত্র।
মেধাবী মুখ আদিল কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে।
সে গর্জনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মৌলানা ইসলাম ও মাষ্টার সৈয়দ আলমের নাতী ।এবং দৈনিক আলোকিত উখিয়া ও ওয়ান নিউজ ডটকম বিড়ি এর নির্বাহী সম্পাদক মোঃ নেজাম উদ্দিন এর ভাগনির ছেলে। ভবিষ্যৎতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পাইলট হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আদিল মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
সেই সাথে তার শ্রদ্ধেয় শিক্ষক/ শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।