“শীতমাখা পৌষে আজ বিজয়ের ঘ্রাণ, অঙ্গনের সুর- তালে জাগে মন প্রাণ” শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী সংগঠন “অঙ্গন চ.বি” ৩১ ডিসেম্বর ২০১৭ চ.বির মুক্ত মঞ্চে আয়োজন করে পৌষ ও বিজয়ের সমন্বয়ে একটি অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে বিজয়ের মাসের গুরুত্ব ও বিভিন্ন দিক তুলে ধরার সাথে সাথে পৌষের প্রকৃতি সম্পর্কে আলোচনা করে অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ সর্বজনাব মুহাম্মদ মহিউদ্দিন, জনাব ড. সুমন গাঙ্গুলি ও ড. এস.এম খসরুল আলম কুদ্দুসি। অঙ্গনের সিনিয়র সদস্য ফৌজিয়া নিলা তাঁর বক্তব্যে অঙ্গনের স্মৃতিচারণ করেন ও ভালো লাগার কথা জানান। অঙ্গনের সভাপতি জনাব ড. রাহমান নাছির উদ্দিন বলেন, সংবেদনশীল ও সংস্কৃতিমনা সকল সংগঠনের একসাথে এসব দিবস গুলোতে অনুষ্ঠান উদযাপনের গুরুত্ব। হাজার বছরের বাঙ্গালি সংস্কৃতির সাথে প্রকৃতির মেলবন্ধনের এবং সত্যিকার বিজয় বলতে জাতির সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিজয়ের কথার মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এরপরই অঙ্গন চ.বির ক্যাম্পাস শাখার সদস্যরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।