আবদুল মালেক সিকদার রামু:
রামুতে ৮হাজার ৫শতপিচ ইয়াবা সহ যশোরের সাদ্দাম কে আটক করেছে বিজিবি। ৩১ ডিসেম্বর সকাল ১০ টাই রামু উপজেলার খুনিয়াপালং
ইউনিয়নের রেজুখাল সংলগ্ন বিজিবি চেক পোস্টের সামনে টেকনাফ থেকে ছেড়ে আসা যাএীবাহি সিএনজি তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। সাদ্দাম যশোর অভয় নগর বাসন্তী এলাকার মির হোসেনের ছেলে।রেজুর খালে বিজিবি চেক পোস্টে কর্মরত হাবিলদার সোহেব জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রামুতে ইয়াবাসহ যশোরের সাদ্দাম আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।