শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার শহর দাপিয়ে বেড়ানো পেশাদার আরো পাঁচ ছিনতাইকারী গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। রোবববার ভোর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ছুরি,পাঁচটি মুখোশ ও চারটি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার পিটি স্কুল হাশেমিয়া মাদ্রসার এলাকার ছাদেক এর ছেলে মোঃ জামাল হোসেন (২৮), গাড়ীর মাঠ এলাকার মজিবুল হক এর ছেলে মোঃ ফয়েজ (২৬), উখিয়া কোট বাজার মোঃ হাছান প্রঃ হালিম এর ছেলে মোঃ সোহেল (২৪), দঃ রুমিালিয়ারছড়া এলাকার মোঃ কালুর ছেলে মোঃ ইমরান (১৯), পিটিস্কুল এলাকার মোজাম্মেল হক এর ছেলে সায়মন ইসলাম প্রঃ বাবু (১৬)।

ওসি রনজিত বড়ুয়া জানান, তার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) কামরুল আজম, পরিদর্শক মাইন উদ্দিন (অপারেশন), পরিদর্শক আতিকুর রহমান, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই দীপক কুমার সিংহ, এএসআই মহিউদ্দিন বেগ, এএসআই দেলোয়ার হোসেন এএসআই ফরহাদ হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার দঃ রুমালিয়ারছড়া ডালিয়া কলোনীর সামনে খালি জায়গায় ডাকাতি প্রস্তুতিরত অবস্থা থেকে এসব ছিনতাকারীদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ছিনতাকারীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গত পাঁচদিনের অভিযানে  এখন পর্যন্ত ৪৪ জন ছিনতাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।