সিবিএন:

উখিয়া উপজেলার কোর্ট বাজার  থেকে নব্য জেএমবির সদস্য মো: শরফুল আউয়ালকে (৩০)  গ্রেফতার করেছে র‍্যাব -৭, এর কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গী শরফুল আউয়ালকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। তার বিরুদ্ধে জঙ্গীবাদ কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের দায়ে চট্টগ্রামের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। জানুয়ারি ২০১৭ সালে জামিনে মুক্ত হয়ে সে তথাকথিত জিহাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক জংগীগোষ্ঠীর সাথে যোগাযোগ ও এ দেশীয় সমমনা জংগীদের একত্র করে নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার কাজে লিপ্ত ছিল।