সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা বারের সদস্য, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট মু. হাসান সিদ্দিকী ও ফেরদৌসী জাহান সিদ্দিকীর মেয়ে হাসনাত সিদ্দিকী ফায়িযাহ কক্সবাজার সাহিত্যিকা মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসিতে জিপিএ-৫ পেয়েছে। সদ্য প্রকাশিত কক্সবাজার সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও (মর্নিং শিফট) সে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। তাদের গ্রামের বাড়ী টেকনাফের হ্নীলা লেদাপাড়া। বর্তমানে কক্সবাজার সাহিত্যিকাপল্লীর বাসিন্দা।
মেধাবী মুখ ফায়িযাহ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেছে। একই সঙ্গে মা-বাবা, স্কুলের প্রধান শিক্ষক, গৃহ শিক্ষক ও শিক্ষক মন্ডলীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে ভবিষ্যতে আলোকিত মানুষ হতে চায়।
উল্লেখ্য, হাসনাত সিদ্দিকী ফায়িযাহর দাদা মরহুম আবু বকর সিদ্দিক, দাদি ছকিনা বেগম, নানা সাবেক সমবায় অফিসার ছাবের আহমদ ও নানি হাজেরা বেগম। মেয়ের ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করতে সকলের দোয়া চেয়েছেন বাবা এডভোকেট মু. হাসান সিদ্দিকী ও মা ফেরদৌসী জাহান সিদ্দিকী।