সিবিএন সম্পাদকের মেয়ে আরিশা জিপিএ ৫ পেয়েছে

প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০১৭ ১২:২৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী ও সালেহা আক্তার নিঝুমের মেঝ মেয়ে আরিয়া চৌধুরী আরিশা ২০১৭ সালের পিএসসি (পিইসি) পরীক্ষায় কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে জিপিএ ৫ পেয়েছে।

নুসরাত পাইরিন, কক্সবাজার :

আরিয়া চৌধুরী আরিশা  ২৯ ডিসেম্বর ঘোষিত ২০১৭ সালের পিএসসি (পিইসি) পরীক্ষায় কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে । সে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী ও সালেহা আক্তার নিঝুমের মেঝ মেয়ে । তার এই ফলাফলের পেছনে স্কুল শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে।  সে সকল শিক্ষকের  কাছে কৃতজ্ঞ । ভবিষ্যতে আরো ভাল ফলাফলের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী ।

উল্লেখ্য , আরিয়া চৌধুরী আরিশা উখিয়ার বিশিষ্ট জমিদার মরহুম বকতেয়ার আহমদ চৌধুরীর পৌত্রি ।  মরহুম সোলতান আহমদ চৌধুরী , সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ,ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান ও জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজলের নাতনী এবং যমুনা টিভির কক্সবাজার প্রতিনিধি ইমরুল কায়েস চৌধুরীর ভাইজি ।