হেলাল উদ্দিন, টেকনাফ :
সদ্য প্রকাশিত জে.এস.সি পরিক্ষার ফলাফলে ১৬টি জিপিএ-৫ পেয়ে টেকনাফ উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে হ্নীলা উচ্চ বিদ্যালয়। ২০১৭ সালে অনুষ্ঠিত জে.এস.সি পরিক্ষায় হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে ২০৮জন পরীক্ষায় অংশ গ্রহন করে ২শ’৪ জন পাশ করেছে ও ৩ জন ফেল করেছে এবং অনুপস্থিত ছিল ১ জন। তৎমধ্যে ১৬টি এপ্লাস ও ৫৫টি এ রয়েছে। যার পাশের হার ৯৮.০৮। স্কুল পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনীতিবিদ মাহবুব মোর্শেদ জানান, অভূতপূর্ব এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষাই হবে সবচেয়ে বড় সফলতা। এজন্য প্রয়োজন অভিভাবক শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সকলের সহযোগিতা। উপজেলার বড় বড় সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এ বছর ১৬টি এপ্লাসসহ অভাবনীয় এ পাশ পেয়ে চট্টগ্রাম বোর্ডের অধীনে টেকনাফ উপজেলার শীর্ষ স্থানে স্থান করে নিয়েছে হ্নীলা হাইস্কুল। তাদের এ অভাবনীয় সাফল্যে দারুণভাবে গর্বিত স্কুল প্রধান, শিক্ষক এবং অভিভাবকেরা। এদিকে ফলাফল পেয়ে আনন্দের বন্যায় ভাসছে টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা হাইস্কুলে। এ স্কুল উপজেলার অন্যতম সেরা ফলাফলের গৌরভ অর্জন করায় স্কুলের আঙ্গিনা জুড়ে আনন্দের জোয়ার বইছে। অবিস্মরণীয় সফলতায় মুগ্ধ ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবকমন্ডলী।