নুসরাত পাইরিন,কক্সবাজার,

সাইফা তাবিবা তানহা ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে অংশ নিয়ে  জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তানহা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজম খোকন ও সাহেদা সুলতানা ববির বড় মেয়ে। সে ইসলামপুর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান অছিয়র রহমানের নাতনী । ভালো ফলাফলের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে। সে সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য সকলের দোয়া প্রার্থী।