ডেস্ক নিউজ:
নতুন বছরের ৫ জানুয়ারি থেকে মাসব্যাপী মাঠে থাকতে তৃণমূলে চিঠি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠিতে ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সারা দেশে সভা-সমাবেশ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের তিন জন সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি স্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারাও।
এদিকে, ১২ জানুয়ারি থেকে সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সমন্বয়ে শীর্ষ পর্যায়ের টিম সারা দেশে সফরে নামবে বলেও তৃণমূলকে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নুরু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি চিঠি আমাদের হাতে এসেছে। চিঠিতে জানুয়ারি মাসব্যাপী কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে ৩০টি কর্মসূটি হাতে নিয়েছি। ৩০টি স্থানে এই কর্মসূচি পালন করা হবে।’
অ্যাডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নুরু আরও বলেন, ‘সরকারের চার বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের প্রচার, বিএনপি-জামায়াত জোট যেন কোনও ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখাসহ দলের পক্ষে জনমত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।’
জানতে চাইলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, ‘জানুয়ারি মাসব্যাপী মাঠে থাকতে সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন।’ তিনি বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ১২ জানুয়ারি সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আমরা আলোচনা সভা, সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠনসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা জেলার ৩০টি স্পটে ৩০ দিনই কমৃসুচি পালন করব।’
কেন্দ্রের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন বলেন, ‘সরকারের চার বছর পূর্তি, গণতন্ত্র দিবস, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি নিয়ে মাসব্যাপী মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।’ তিনি বলেন, ‘চিঠির আলোকে এরই মধ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন, ‘চিঠির কথা শুনেছি। আমি ঢাকায়। তাই এখনও হাতে পাইনি।’
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানও বলেন, ‘মাসব্যাপী কর্মসুচি পালনের নির্দেশ দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ চিঠি পাঠিয়েছে। সেখানে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকতে বলা হয়েছে।’
এই প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের তিন জন সাংগঠনিক সম্পাদক বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠি তৃণমূলে পাঠানো হয়েছে। চিঠিতে জানুয়ারি মাসব্যাপী কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’ তারা আরও বলেন, ‘১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সরকারের চার বছর পূর্তি উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সভা-সমাবেশ, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা নিয়ে পুরো জানুয়ারি মাস মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।