পূজা-অর্চনার মোমবাতির আগুন রামুর মা মগধেশ্বরী মন্দিরে

প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০১৭ ১১:৪৩ , আপডেট: ২৯ ডিসেম্বর, ২০১৭ ১১:৪৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো: শাজাহান আলী এবং রামু থানার ওসি লিয়াকত আলী।

খালেদ হোসেন টাপু,রামু:
রামু রাজারকুলে মা মঘধেশ্বরী মন্দিরে আগুনে পুড়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে রাজারকুল মা মগধেশ্বরী মন্দিরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মন্দিরের স্থায়ী পরিচালনা কমিটির সেক্রেটারী রঘু পাল জানান, মন্দিরের ভেতরের পূজা-অর্চনার মোমবাতির আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে মন্দিরের ব্যবহার্য্য বিভিন্ন কাপড় চোপড় পুড়ে যাওয়ার কথা জানালেও এর আর্থিক মূল্য তিনি নিশ্চিত করতে পারেন নি।

এদিকে আগুনের খবর পেয়ে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো: আলী হোসেন, পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো: শাজাহান আলী এবং রামু থানার ওসি লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

তাৎক্ষনিক বক্তব্যে জেলা প্রশাসক মন্দিরের আগুনের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আশ্বাস প্রদান করাসহ আগুনের সূত্রপাত নিশ্চিতে তদন্ত কমিটি গঠনের কথাও জানান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, হিন্দু ধর্মীয় নেতা তপন মল্লিক, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, মা মগধেশ্বরী মন্দিরের মেলা কমিটির সভাপতি পরিমল ধর ও সাধারণ সম্পাদক লাল বাহাদুর ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।