হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
ব্যাগের ভেতর রক্ষিত সিএনজির পার্টস এর সাথে অভিনব কৌশলে লুকিয়ে পাচারকালে বিজিবি ২৯ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা মুল্যের ৯ হাজার ৭০৫ পিস ইয়াবা বড়িসহ ১জন পাচারকারীকে আটক করেছে। ইয়াবাসহ আটক পাচারকারী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উঞ্চিপ্রাং রইক্ষ্যং গ্রামের রোশন আলীর পুত্র মোহাম্মদ আলী (১৯)। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার ২৯ ডিসেম্বর জানান ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মোঃ সাহাদৎ হোসেনের নেতৃত্বে একটি টহল দল ২৮ ডিসেম্বর হোয়াইক্যং চেকপোষ্টে যানবাহন তল্লাশীর দায়িত্বে নিয়োজিত ছিল। সকাল ৯টায় টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোষ্টে পৌঁছলে কর্তব্যরত টহল দল সিগন্যাল দিয়ে উক্ত বাসটি থামায়। পরবর্তীতে বাসটি তল্লাশীকালীন যাত্রীদের জিজ্ঞাসাবাদের সময় নিম্মে বর্ণিত আসামীর তাৎক্ষনিক আচরণ সন্দেহ হওয়ায় তাকে পুংখানুপুংখভাবে তল্লাশী করে তার সাথে থাকা ব্যাগের ভেতর রক্ষিত সিএনজির পার্টস এর সাথে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ২৯ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা মুল্যের ৯ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার টাকা মূল্যমানের ১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৯০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।