নিউজ ডেস্ক:
বসবাসের জন্য ব্যয়বহুল নগরীর তকমা পাওয়া সিঙ্গাপুর শহরের সঙ্গে নতুন একটি পরিচয় যোগ হয়েছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর এখন সিঙ্গাপুর। খবর রয়টার্স।
গাড়ির উচ্চ দামের সঙ্গে বিভিন্ন সেবা বিষয়ক কর যুক্ত হওয়ায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারের জন্য শহরটি বিশ্বে এখন সবচেয়ে ব্যয়বহুল। সড়ক কর, পার্কিং কর ও সার্ভিসিংসহ বিভিন্ন কর দেয়ার কারণে গাড়ি ব্যবহারের ব্যয় কয়েকগুন বেশি বেড়ে যায়।
রাস্তায় যানজট কমাতে সম্প্রতি সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয় হয়েছে। এর অংশ হিসেবে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উচ্চ হারে নানা কর যুক্ত করা হয়। সিঙ্গাপুর সরকার নতুন নিয়ম করেছে প্রতি বছর রাস্তায় ০.২৫ শতাংশের বেশি গাড়ি নামানো যাবে না। ফলে আগামী ফেব্রুয়ারি থেকে গত কয়েক বছরে অতিরিক্ত নামা গাড়িগুলো তুলে দেয়া হবে। এ ছাড়া রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে ব্যস্ত সময়ে গাড়ি নামানোর ওপরও নতুন কর আরোপ করা হয়েছে।
সিঙ্গাপুরে রাস্তায় গাড়ি নামানোর আগে মালিককে আমদানি শুল্ক ও সড়ক করসহ উচ্চ হারে নানা কর দিতে হয়। এর বাইরেও গাড়ি চালাতে সরকারের কাছ থেকে ১০ বছর মেয়াদি সার্টিফিকেট অব এনটাইটলমেন্ট (সিওই) নিতে হয়। যার দাম পড়ে ৫০ হাজার সিঙ্গাপুরি ডলার (৩৭ হাজার ডলার)। এভাবে নানা খরচে একটি টয়োটা করোলা গাড়ির দাম পড়ে ১১৪ হাজার সিঙ্গাপুরি ডলার (৮৩ হাজার মার্কিন ডলার)।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।