ডেস্ক নিউজ:
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার হাজিরা দিতে আসা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের পাশ থেকে প্রায় অর্ধশতাধিক কর্মীকে আটক করে থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত হাইকোর্ট, প্রেস ক্লাব, মৎস্য ভবন এলাকা থেকে তাদের আটক করে রমনা ও শাহবাগ থানায় নেয়া হয়।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বলেন, খালেদার মুভমেন্টকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে অনেককেই থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে নাম পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। কারও বিরুদ্ধে শৃঙ্খলা বিঘ্নের কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৩২ মিনিটে মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। বিকেল ৩টায় খালেদা আদালত ত্যাগ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।