আন্তর্জাতিক ডেস্ক:
২০১৭ সালে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে চার গুণ। বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর সম্পদ পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গের তথ্যমতে, ২০১৭ সালে ৫০০ ধনীর সম্পদের পরিমাণ ২৩ শতাংশ বেড়েছে।

২০১৭ সালে সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সরোসের সম্পদও বেড়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, গত ২৬ ডিসেম্বর শেয়ার বাজারের লেনদেনে দেখা যায় বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর হাতে পাঁচ লাখ ৩০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদের নিয়ন্ত্রণ রয়েছে; ২০১৬ সালের ২৭ ডিসেম্বর তাদের এই সম্পদের পরিমাণ ছিল চার লাখ ৪০ হাজার কোটি ডলার। এসব ধনী ব্যক্তি ৪৯টি দেশের প্রতিনিধিত্ব করছেন।

ব্লুমবার্গের সূচক অনুযায়ী, ৩৮ জন চীনা ধনকুবের ২০১৭ সালে তাদের মোট সম্পদের সঙ্গে অতিরিক্ত ১৭ হাজার ৭০০ কোটি ডলার যুক্ত করেছেন, যা সর্বোচ্চ। সূচকে যুক্তরাষ্ট্রের ১৫৯ জন ধনীও রয়েছেন, তাদের সম্পদের পরিমাণ ৩১ হাজার ৫০০ কোটি ডলার বেড়েছে।

ব্লুমবার্গ ২০১৭ সালের এই সম্পদের হিসাব পর্যালোচনা করতে গিয়ে নতুন করে শীর্ষ ৬৭ জন ধনকুবেরের সন্ধান পেয়েছে; যারা আগের বছরগুলোয় তালিকায় ছিলেন না।