প্রেস বিজ্ঞপ্তি :
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগীতা সৃষ্টির লক্ষ্যে রঙমেলা ফাউন্ডেশন এর উদ্যোগে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০১৭ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ছাত্র-ছাত্রীদের উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষা শেষে সবাইকে মার্ন লাইব্রেরী এর সৌজন্যে একটি আকর্ষনীয় উপহার দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে কৃতকার্যদের হাতে সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হবে।
আজ(২৫ডিসেম্বর)সোমবার সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী বিজয় স্বরণী বিশ্ববিদ্যালয় কলেজ ও বড় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮শত শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে পরিক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন ভাটিয়ারী কেন্দ্র পরিদর্শন করেন নূরুল আবছার, মো: ইকবাল হোসেন , সাংবাদিক বাবলু দাশ, মো: হারুনুর রশিদ।
কুমিরা কেন্দ্র পরিদর্শন করেন ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহ্বাজ মো: মোরশেদ হোসেন চৌধুরী, ইউপি সদস্য যথাক্রমে মো: আলাউদ্দিন ও মো: হারুন, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: আজম।
রঙমেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: মামুনুর রশিদ বলেন, শিক্ষা ও সংস্কৃতিতে সীতাকুন্ড থানাকে মডেল রুপে রুপান্তরিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে রঙমেলা কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর ২৫-৩০শে মার্চ রঙমেলা সাংস্কৃতিক প্রতিযোগীতা আর ২০১৭ইং থেকে রঙমেলা বৃত্তি পরিক্ষা আরম্ভ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন মো: খোরশেদ আলম, শাহরিয়ার শারমিন, রেজোয়ানা চৌধুরী, ইকরাম হোসেন তুষার, আনোয়ার হোসেন, ইয়াসিন আরাফাত, মো: হালিম, ফারজানা আক্তার, মো: সোহেল রানা, মাঈন উদ্দিন রনি, মো: ইকরাম হোসেন, ইকবাল হোসেন, জান্নাতুল ফেরদোস, শারমিন আক্তার, নয়ন দেব, মিনহাজ উদ্দিন, মায়মুনা নাহার, ওমর ফারুক, মো: মহিউদ্দিন, মো: রানা, মো: মাসুম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।