জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় হোটেল মিডওয়ে ইন রেস্তোরার সামনে ২৫ ডিসেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় নাজিম উদ্দিন (২৮) নামের এক যুবক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
সে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর হিমছড়ি পাড়া এলাকার মো: রিদোয়ানের পুত্র। নিহতের সত্যতা নিশ্চিত করেন চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই জহির।
প্রত্যক্ষদর্শী আমান বলেন, চট্টগ্রাম মূখি ট্রাকটি অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে কক্সবাজার মুখি মোটর সাইকেলকে চাপা দেয়। ট্রাকের চাপায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাজিম মারা যায়। তাৎক্ষনিক ঘাতক ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করেন।
নিহতের প্রতিবেশি সোহাগ মিয়া বলেন, নিহত নাজিম একজন ডাম্পার চালক। শ্বশুর বাড়ি আধুনগর থেকে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন বলে পুলিশ সুত্রে প্রকাশ। পুলিশ জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
এদিকে নিহত নাজিমের পরিবারে নেমে এসেছে শোকে ছায়া। বিয়ের ৬/৭ বছর পর ১ সন্তানের জন্ম দেন গত ৩ মাস আগে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।