শাহীন শাহ, টেকনাফ:
টেকনাফের হোয়াইক্যং কুতুবদিয়াপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় রোহিঙ্গা নারী পুরুষ সহ অন্তত ৬ জন আহত হয়েছে। এর মধ্যে দুই রোহিঙ্গা নারীর অবস্থা গুরুতর । তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ২৪ ডিসেম্বর বিকেল ৫ টায় টেকনাফ হয়ে বেপরোয়াভাবে আসা একটি মিউজিক গাড়ি (কুমিল্লা চ ১১-০০০৪) রিক্সা ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মিউজিক গাড়ি থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৬ জন নারী পুরুষ আহত হয়েছে। এদের মধ্যে দুই রোহিঙ্গা নারীকে রক্তাক্ত অবস্থায় রোহিঙ্গাদের জন্য পরিচালিত হাসপাতালে পেরণ করেছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা বলেন, মিউজিক গাড়ী চালক বেপরোয়া ভাবে এসে বিপরীত মুখী আসা একটি গাড়ি সাইড দিতে গিয়ে সামনে থাকা রিক্সা ভ্যানসহ উল্টে যায়।
স্থানীয় যুবলীগ নেতা নুরুল আমিন বলেন, দায়সারাভাবে গাড়ি চালাতে এই অবস্থা পরিণত হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ী ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাপাশি আহত সকলেই রোহিঙ্গা হওয়া তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।