হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে বিজিবি কতৃক পরিচালিত ‘সীমান্ত ব্যাংক’ উদ্বোধন করা হয়েছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবুল হোসেন বিজিবিএম এনডিসি পিএসসি আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালকঅধিনায়ক এসএম আরিফুল ইসলাম বলেন গত ১ সেপ্টেম্বর ২০১৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ এর নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ‘সীমান্ত ব্যাংক’ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর ২০১৬ সদর দপ্তর বিজিবি পিলখানা ঢাকায় সীমান্ত ব্যাংকের প্রিন্সিপাল শাখার উদ্বোধনের মধ্য দিয়ে সীমান্ত ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। গ্রাহকের চাহিদা এবং সুবিধাদির বিষয়টি বিবেচনা পূর্বক সীমান্ত ব্যাংক শুরু থেকেই আধুনিক ব্যাংকিং সেবা, শতভাগ অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সীমান্তবর্তী এলাকার জনগণের অর্থনৈতিক কল্যাণে সীমান্ত ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। উক্ত সম্প্রসারণ কার্যক্রমের ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবুল হোসেন, বিজিবিএম, এনডিসি, পিএসসি, পি ইঞ্জ সীমান্ত ব্যাংকের টেকনাফ শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন’।