বলরাম দাশ অনুপম, কক্সবাজার :
কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়া থেকে ১৭০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সংঘবদ্ধ একদল মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল মজুদ করেছে গোপন সংবাদে খবর পেয়ে শনিবার দুপুরে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলো-তারাবনিয়াছড়ার মৃত হরিপদ শর্মার পুত্র আদনান ইসতিয়াক, তার স্ত্রী দিলরুবা বেগম ও পাহাড়তলীর মোঃ আব্দুল আজিজের পুত্র মোঃ আব্দুল হান্নান। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং ফেন্সিডিল বিক্রির নগদ ১ লক্ষ ৭১ হাজার ১৫০ টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেজর মোঃ রুহুল আমিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।