ডেস্ক নিউজ:

‘নিখোঁজ’ হওয়ার ৪ মাস পর গ্রেফতার হলেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান। শুক্রবার রাতে তাকে রাজধানীর শাহজাদপুর সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গুলশান থানায় ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা ২৫ নম্বর মামলায় তাকে গতকাল (শুক্রবার) রাতে গ্রেফতার করা হয়েছে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাজাহান সাজু।

এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন কল্যাণ পার্টির মহাসচিব। ওইদিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে তার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ‘নিখোঁজ’ হন তিনি। কিন্তু তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুর রহমানের পরিবার।

তবে ৪ মাস পর তাকে গ্রেফতার করলো পুলিশ। এতদিন তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানা যায়নি।