জাকারিয়া আলফাজ, টেকনাফ:

টেকনাফ শাহপরীর দ্বীপে ব্যতিক্রমধর্মী এক ক্রীড়া প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হয়েছে। শাহপরীর দ্বীপ ক্রীড়া প্রতিযোগিতা (রাত্রিকালীন)’২০১৭ এর প্রথম ইভেন্ট ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে ২২ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টায় পুরাতন বাজার জীপ স্টেশন সংলগ্ন মাঠে জাতীয় সংগীত ও মাদক বিরোধী শপথ বাক্যে পাঠের মধ্যে দিয়ে এক শাহপরীর দ্বীপ ক্রীড়া প্রতিযোগিতার জমকালো উদ্বোধন জাঁকজমক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও শাহপরীর দ্বীপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, ব্যবসায়ী,শিক্ষানুরাগী ও সাবেক মেম্বার আলহাজ্ব হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাবরাং ইউপির ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হাজী ফজলুল হক, শাহপরীর দ্বীপ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনির উল্লাহ, শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফরিদুল আলম, ডাংগর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ উল্লাহ, তিন রাস্তার মাথা বাজার কমিটির সভাপতি এমদাদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা ফয়েজ উল্লাহ, শাহপরীর দ্বীপ ছাত্রলীগ আহবায়ক সাদেকুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাবিবুর রহমান বলেন, যে সময়ে আমাদের টেকনাফ সীমান্তে মাদকের একটা ভয়াবহতা পরিলক্ষিত হচ্ছে সে সময়ে যুবসমাজ যে ক্রীড়া প্রতিযোগীতার উদ্যেগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজে খেলাধূলার চর্চা থাকলে যুব সমাজ কোন ভাবে মাদকের মতো অন্ধকার জগতে জড়াতে পারবেনা, এজন্য আমি এই সুন্দর ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক কমিটিকে সাধুবাদ জানাই।

সভাপতির বক্তব্যে আওয়ামীলীগ নেতা সোনা আলী বলেন, সীমান্ত জনপদ শাহপরীর দ্বীপে খেলাধুলার প্রতি যুবসমাজের যে আকর্ষণ তা আমাকে মুগ্ধ করেছে, আমি আশা করি যুবসমাজের মধ্যে খেলাধূলার এ চর্চা অব্যাহত থাকলে তারা অপরাধ মূলক কার্যকলাপে সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকবে।

পরীর দ্বীপ ইয়াং স্পোর্টস আয়োজিত আয়োজক কমিটির সদস্য সচিব মাস্টার এনাম উল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক মাস্টার মোঃ শরীফ, সাংবাদিক জাকারিয়া আলফাজ, আয়োজক কমিটির সদস্য মাস্টার মোঃ জুনায়েদ, এমদাদ উল্লাহ, মোঃ আব্দুল্লাহ।

অনুষ্টানে উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম মাহমুদ, ডাঃ গিয়াস উদ্দীন, ডাঃ জহির আহমদ,মাস্টার শেফায়েত উল্লাহ, জাহেদ উল্লাহ জিকু, ওমর ফারুক সাইফুল, ইবরাহিম রাহি, মোঃ আয়ুব, মাস্টার ফরিদ আহমদ প্রমূখ।

ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় অংশ নেন রশিদ আহমদ ও নুর উল্লাহর (তরুণ প্রবাহ) বনাম জুনাইদ ও আতিকুর রহমান (সুপার স্টার ওয়ান)।

উল্লেখ্য শাহপরীর দ্বীপ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম ইভেন্ট ব্যাডমিন্টন শেষে মিনিবার নাইট ফুটবল, শর্টপিস নাইট ক্রিকেট টুর্ণামেন্টও পর্যায়ক্রমে শুরু হবে।