নুসরাত পাইরিন :
কক্সবাজারে সম্পন্ন হয়েছে তিনদিনব্যাপী উইমেন্স ইনোভেশন ক্যাম্প-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান। সভায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাছিমা বেগম,এনডিসি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় মহাপরিচালক ও এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের মাননীয় মহাপরিচালক মো: আবদুল হালিম বক্তব্য রাখেন। এ সময় সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা ও জুরী বোর্ডের সদস্য, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান উপস্থিত ছিলেন। এতে ১৪টি পৃথক উদ্ভাবনী প্রকল্প নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারী প্রতিষ্ঠানের ৩০জন প্রতিনিধি অংশ নেয়। এরপরে নারীদের চারটি প্রধান সমস্যা চিহ্নিতকরণ এবং এর সমাধানের উপায়ে শ্রেষ্ঠ চারজন উদ্ভাবককে সনদ বিতরণ করা হয়। পরবর্তীতে উদ্ভাবিত প্রকল্পগুলো বাস্তবায়নে এটুআই প্রকল্প থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সভায় জানানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।