ডেস্ক নিউজ:
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ভবনের ছাদ থেকে পড়ে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকের মৃত্যু হয়েছে।
প্রতিদিনের মতো সকালে ভবনের ছাদের বাগানে লাগানো ফুলের গাছে পানি দিচ্ছিলেন প্রাক্তন শিক্ষক আকতার আহমেদ (৭৫)। কিন্তু এদিন পানি দেওয়া শেষে আর বাসায় ফিরে যেতে পারেননি তিনি। পশ্চিম বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় তার বাসা।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে তিন তলা ওই ভবনের ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে ছাদের বাগানে ফুল গাছে পানি দিতে গিয়েছিলেন আখতার। কিন্তু সেখান থেকে তিনি পড়ে যান।সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালে আনা হলে আখতারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বাকলিয়া থানার এসআই আসাদুর রহমান বলেন, গাছে দেওয়ার জন্য পানি না পেয়ে ট্যাঙ্কের অবস্থা দেখতে গিয়েছিলেন আখতার আহমেদ। ছাদের ওই অংশে কোনো রেলিং নেই। তাছাড়া তিনি উচ্চ রক্তচাপের রোগী। সেখানে উঠে মাথা ঘুরে তিনি ছাদ থেকে পড়ে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।