আব্দুস সালাম, টেকনাফ :

জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেকনাফে জালিয়া পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৭ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া মিনি ফুটবল মাঠে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারন স¤পাদক অনুপ বড়–য়া অপু খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, কন্ট্রাক্টার জসিম উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শাহজাহান আনছারী, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল এসোসিয়েশনের সাধারন স¤পাদক রাশেদ হোসেন নান্নু, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফরহাদ, জালিয়া পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান পরিচালক নুরুল বশর নুরশাদ কাউন্সিলর, পরিচালনা কমিটির আহবায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব জুবাইর হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম পুতু, জহির হোসেন, আলমগীর, মোবারক হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম নাফ সিটি ফুটবল একাদশ অংশ নেয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষ গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে হ্নীলা ফুলের ডেইল একাদশের পক্ষে ৭ নং জার্সিধারী আমিন একমাত্র গোল দিয়ে নাফ সিটি একাদশকে পরাজিত করে। উভয় দল হাজার হাজার দর্শকদের সুন্দর খেলা উপহার দেন। মহুর্মুহু করতালি আর আনন্দ উল্লাস এবং টান টার উত্তেজনার মধ্যদিয়ে খেলোয়াড়রা দর্শকদের মাতিয়ে তুলে। নাফ সিটি একাদশের পক্ষে বিদেশী খেলোয়ার অংশ নেয়।

নাফ সিটি একাদশ ঃ এলামুল হক এনাম (অধিনায়ক), জাহাঙ্গীর, আয়াছ, ম›জুর, কামারা, রফিক, আরিফ, শাকের উল্লাহ, মকবুল, তুফান, ফায়সাল (গোলকিপার)।

ফুলের ডেইল ফুটবল একাদশ ঃ আমিন, ইব্রাহীম, কামাল, মোস্তফা (অধিনায়ক), ইউনুছ, বাপ্পী, আকরাম, কায়সার, ফোরকান, মোঃ আমিন (গোলকিপার), মোঃ কামাল।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন, আবদুল হান্নান মিলন, সহকারী হিসেবে নাসির উদ্দিন, হুমায়ুন কবির ও ৪র্থ রেফারী আফছার মাহমুদ মাসুদ।